g-shopনয়াদিল্লি:  দূরপাল্লার ট্রেন কিংবা লোকাল! রেলের টাইম জানতে এখন আরও মাথার ঘাম পায়ে ফেলা নয়। এবার খুব সহজেই ভারতীয় ট্রেনের সময়সূচী মিলবে গুগল ম্যাপের অন্তর্গত গুগল ট্রানসিটে৷‌ প্রায় ১২,০০০ ট্রেনের সময়সূচীর পাশাপাশি পাওয়া যাবে আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, দিল্লি এবং পুনের বাস এবং মেট্রো রেল সম্পর্কে তথ্যও৷‌ ডেস্কটপ কম্পিউটার থেকে তো বটেই, যে কোনও স্মার্টফোনে গুগল ট্রানসিট চালু করে পাওয়া যাবে এসব তথ্য৷‌
গুগল ম্যাপের ডিরেক্টর সুরেন রুহেলা জানিয়েছেন, আশা করি এই তথ্যের মাধ্যমে পর্যটকরা তাঁদের পর্যটনের পরিকল্পনা আরও ভালভাবে করতে পারবেন৷‌ গুগল ম্যাপে এখন বিশ্বের ২৮০০ শহরের সরকারি পরিবহণের তথ্য মেলে৷‌ ২০০৫ সাল থেকে গুগল বিশ্বের এই সব শহরে পরিবহণ সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করছে, যাতে গুগল ম্যাপ ব্যবহারকারীরা পরিবহণ সংক্রান্ত তথ্য সহজে পেতে পারেন৷‌

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here