কান্ট্রি ডেস্ক
ইউনাইটেডনিউজটোয়েন্টিফোর.কম
imagesrঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে দফায় দফায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে প্রথমে এ ভূমিকম্প শুরু হয়। পরে রাজধানীসহ সারাদেশে বেলা ১২ টা ৫০ মিনিট পর্যন্ত কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। এসময় ঢামেকের ৫ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে জাহিদা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। জাহিদার কিছুটা মানসিক সমস্যা ছিলো বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভূমিকম্পের সময়ই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পাবনায় আতঙ্কিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ময়মনসিংহের ধোবাউড়ার কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে প্রথম দিকে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো, পরে জানা গেছে ওই বিদ্যালয়ের কোনো ছাত্রের মৃত্যু হয়নি, এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। শাখারি বাজারে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কর্মস্থল থেকে নামতে গিয়ে সাভারে প্রায় অর্ধশত আহত হয়েছেন। কুমিল্লার একটি পোশাক কারখানার ভবন থেকে নামতে গিয়ে অর্ধশতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্রমেই বিভিন্ন এলাকায় থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।

আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আমাদের চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা সোয়া ১২টা দিকে জেলার প্রায় সব এলাকায় জলকম্প অনুভূত হয়েছে। এটি শুরু হওয়ায় পর পাঁচ মিনিট ধরে চলেছিলো।

যশোর প্রতিনিধি জানিয়েছেন, জেলার প্রায় সব এলাকায় ১ মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্প হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে এটি শুরু হয়।

ফেনী প্রতিনিধি জানিয়েছেন, বেলা সোয়া ১২টার দিকে ১ মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি।

আমাদের বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, জেলার প্রায় সব স্থানেই ভূমিকম্প হয়েছে। ভোলা প্রতিনিধি নূরুল আমিন জানিয়েছেন, জেলার প্রায় সব স্থানে ভূমি কম্প হয়েছে। বেলা সোয়া ১২ টার দিকে এ ভূমিকম্প অনুভ’ত হয়। চলে ১ মিনিট ধরে।

আমাদের পাবনা প্রতিনিধি জানিয়েছেন, পাবনায় ভূমিকম্প হয়েছে। আজ বেলা ১২টা ১৩ মিনিটে দেড় মিনিট স্থায়ী এই ভূকম্প অনুভূত হয়। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় বিভিন্ন ভবনের বাসিন্দারা দ্রুত বের হয়ে পড়েন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভয়ে হুড়োহুড়ি করে বের হবার সময় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার বেলা ১২টা ১৪ মিনিট এর দিকে ভূমিকম্পন অনুভূত হয়েছে। পর পর ৪ দফায় ভূমিকম্পন অনুভূত হয়। ৪ দফায় প্রায় ৩ মিনিট কম্পন স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হলে লোকজন উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। মানুষের মধ্যে হুরোহুরিও শুরু হয়। প্রায় সকলেরই মাথা ঘুরতে থাকে। অনেককে বমিও করতে দেখা গেছে। ১২ টা ১৪ মিনিট থেকে ১২ টা ১৮ মিনিট পর্যন্ত দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়।  এসময় নদী, খাল, পুকুর এমনকি রাস্তার পাশের ছোট জলাশয়ে পানির ঢেউ দেখা গিয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর জানিয়েছেন, শনিবার পার্বতীপুরে দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে ১২ টা ১৬ মিনিট পর্যন্ত প্রায় ৩ মিনিট স্থায়ী মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এতে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পার্বতীপুর শহরের লোকজন দোকানপাট ও অফিস আদালত ছেড়ে দ্রুত খোলা জায়গায় ছুটে যায়।

নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, নীলফামারীতে ভূমিকম্প হয়েছে। শনিবার দুপুর ১২টা ১৩ মিনিটের সময় শুরু হয়ে এ ভূ-কম্পন প্রায় ১ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হয়। ভূ-কম্পন চলাকালে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে মোবাইল যোগাযোগ। পশুপাখির চারিদিকে কোলাহল শুরু করে। ছোট ছোট শিশু ও বাচ্চারা কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। সব মিলিয়ে আতঙ্কিত পরিবেশে সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা (দুপুর ১২.৪৮ টা) পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায নি। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৫।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে ব্যাপকভাবে ভূকম্পন অনুভূত হয়েছে, দুপুর ১২ টা ১৩ মিনিটের দিকে এ কম্পন শুরু হয়। ১ মিনিটের বেশি সময় ধরে ঘর-বাড়ি, দোকান-পাট কেঁপে ওঠে। পুকুরের পানি ঢেউ খেলে যায়, এছাড়া ঘরের বন্ধ ফ্যান দুলতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভূকম্পন বলে অনেকে চিৎকার দিয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ে সাধারণ মানুষ। পরে ১২ টা ৪৯ মিনিটে আবারো মৃদু কম্পন হয় জেলার বিভিন্ন স্থানে। তবে তাৎক্ষনিকভাবে কোন ক্ষয় ক্ষতির খবর জানাতে পারেননি জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়াতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। দুই মিনিট স্থায়ী এই ভূমিকম্পে এখন (১টা) পর্যন্ত জেলার কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় জেলা শহরের আমিন কমপ্লেক্স, মিজান টাওয়ার, বি.বাড়িয়া টাওয়ারসহ সকল বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। এতে আতংকিত হয়ে অনেকেই দ্রুত রাস্তায় নেমে আসেন।

আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, গাইবান্ধায় বেলা ১২টা ১৭ মিনিটে প্রায় ১মিনিঃ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে আতঙ্ক হয়ে মানুষজন ঘর-বাড়ি ছেড়ে বাহিরে চলে আসে।

আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, খুলনাসহ জেলার বিভিন্ন এলাকায় সোয়া বেলা ১২টার দিকে প্রায় ১মিনিটের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সোয়া বেলা ১২টার দিকে প্রায় ১মিনিটের মতো ভূমিকম্প হয়।

আমাদের নরসিংদী প্রতিনিধি  জানিয়েছেন, শনিবার সোয় বেলা ১২টার দিকে প্রায় ১ মিনিট ভূমিকম্প শুরু হয়।

আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে প্রায় ১মিনিট ধরে ভূমিকম্প হয়েছে। তবে এঘটনা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি খবর জানা যায় নি।

আমাদের রংপুর জানিয়েছেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে প্রায় ১মিনিটের মতো ভূমিকম্প হয়। রংপুরে এসময় ৭ দশমিক ০ (শূন্য) মাত্রায় ভূমিকম্প হয়।

মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, মাদারীপুরেও ভূমিকম্প অনুভূত হয়। শনিবার বেলা ১২টা ১৭ থেকে দুই মিনিট ভূমিকম্প হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই বাড়ী থেকে রাস্তায় নেমে আসে। তবে জেলার কোথাও বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মস্তফাপুর এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের লোহার পিলার ভেঙ্গে পড়েছে।

মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, আজ শনিবার মাগুরায় পরপর দু’বার ভমিকম্প অনুভতূ হয়েছে। বেলা ১২.১৫ মিনিটের সময় ৩০ সেকেন্ডের ভূমিকম্প হয়। এর কয়েক মিনিট পরে পুনরায় ১০ সেকেন্ডের ভূমিকম্প হয়। এতে শহরের ৪/৫ টি পুরাতন ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে জেলার কোথাও কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ১২টা ১৩ মিনিট থেকে ১২টা ১৪ মিনিট পর্যন্ত জেলার সর্বত্রই ভূমিকম্পনের ঘটনা ঘটে। এ সময় বাসা-বাড়ি, দোকানপাট থেকে লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে। এ বিষয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ভূমিকম্পনে জেলার কোথাও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

নাটোর প্রতিনিধি ফারজানা কেয়া জানিয়েছেন, প্রায় ৪৫ সেকেন্ড ব্যাপী পরপর দু’বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। শনিবার বেলা ১২ টা ১৩ মিনিট  এবং ১২টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ায় সকল ভবন থেকে ভীত সন্ত্রস্ত মানুষজন দ্রুত রাস্তায় নেমে আসেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভবন থেকে বের হয়ে আসে। ভূমিকম্পে শহরের দু’একটি বিল্ডিংয়ে ফাটলের সৃষ্টি হয়েছে।  নাটোর জেলা প্রশাসক মশিউর রহমান জানান, ভূমিকম্প অনুভূত হলেও জেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যশোরের চৌগাছা প্রতিনিধি জানিয়েছেন, চৌগাছায় ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ডিভাইন গামেন্টসের ১০ শ্রমিক আহত হয়েছে। গামেন্টস শ্রমিকরা জানান, শনিবার দুপুরে হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে চৌগাছার কয়ারপাড়ায় অবস্থিত ডিভাইন গার্মেন্টস শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দিঘলসিংগা গ্রামের আরিফ হোসেন (৩০), চাঁদপুর গ্রামের লিলি বেগম (৩২), কয়ারপাড়া গ্রামের ফাহিমা খাতুন (২৭) ও পাঁচনামনা গ্রামের রিক্তা বেগম (৩৪)।

আমাদের নড়াইল প্রতিনিধি জানিয়েছেন, শনিবার দুপুর ১২.১৫ মিনিটের দিকে নড়াইলের বিভিন্ন এলাকায় বসতবাড়ি কেঁপে ওঠে, ঘরের ভেতরে বন্ধ ফ্যান সহ নানা আসবাবপত্র খুব জোরে কাঁপতে থাকে। এসময় ভূমিকম্প আতঙ্কে লোকজন বাড়ির বাইরে চলে আসে। এসময় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি  জানিয়েছেন, সিরাজগঞ্জে দুপুর সোয়া ১২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ১ মিনিটের অধিক সময় ব্যাপী এ ভূমিকম্প চলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ২টা) কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here