earthquake-nepal

নেপাল : ফিরে এল ৮১ বছর আগে জানুয়ারির দুপুর৷১৯৩৪-এর সেই ভরদুপুরে নেপাল কেঁপে উঠেছিল এক বিধ্বংসী ভূমিকম্পে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৮.১। নেপাল ও বিহার মিলিয়ে সেই বছর মারা গিয়েছিলেন কয়েক হাজার মানুষ৷ তারপর ২০১৫, শনিবার দুপুরে নেপালে জন্ম নেওয়া ভূমিকম্প অবশ্য সেই মাত্রা পেরোতে পারেনি৷মার্কিন ভূতত্ত্ব সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ভারতীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে পোখরার লামজুং জেলার লোপজাঙে জন্ম নেওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৯। মূল ভূমিকম্পের পরে অন্তত ৬৫ বার আফটার-শকে কেঁপে উঠেছে মাটি। এ দিনের ঘটনার পরেই ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট দাবি করেছে, ১৯৩৪ সালের পর নেপালের ইতিহাসে এটাই সব থেকে বড় ভূমিকম্পের ঘটনা। শনিবারই ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম চালু করে ভারতের বিদেশ মন্ত্রক। কন্ট্রোল রুমের নম্বর +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 790

(UPDATE 12.54)

ফের কেঁপে উঠল নেপাল৷সকাল ১২টা ৩৯ মিনিটে কোদারী থেকে ৩১ কিমি দক্ষিণ-পূর্বে কম্পনের উৎসস্থল৷১০ কিমি গভীরে এই কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে৷কম্পনের মাত্রা ৬.৭৷সকাল ৭টা ৯মিনিটেও কম্পন অনুভূত হয়েছিল৷

১২টা ৪৪ মিনিটে ফের ভারতের একাধিক জায়গায় ফের অনুভূত হল কম্পন৷শহর কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে৷উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে৷কম্পন অনুভূত হল আসামের শিলচরেও৷ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ল বহু মানুষ৷কম্পনের মাত্রা ৬.৭৷

(UPDATE 12.15)

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ২০০০৷ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে কলকাতায় ফিরলেন অনূর্ধ্ব ১৪ এএফসি কাপ খেলতে গিয়ে নেপালে আটকে থাকা ভারতীয় মহিলা ফুটবল দলের ১৮ জন সদস্য৷

এখনও পর্যন্ত নেপালে যে সকল ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের জন্য ত্রিভুবন বিমান বন্দরে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম৷সেখানে উপস্থিত সদস্যদের ফোন নম্বর ট্যুইট করে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷যে কোনো সমস্যায় এরা হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি৷

Ravi Sharma 009779818700724
Ranveer Bharti 009779851107010
Negi 009779851107020
Jha 0097709818832398

(UPDATE 11.50)

‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন ‘প্রত্যেক নেপালির চোখের জল মোছাবে ভারত’৷কারণ ‘সেবাই পরম ধর্ম’৷ আর এই আপ্ত বাক্য ভারত মেনে চলে৷২০১৫-র এই ভূমিকম্প আমাকে ২০০১ সালের গুজরাত ভূমিকম্পের কথা মনে করিয়ে দিয়েছে বলে অনুষ্ঠানে জানান মোদী৷রেডিও বার্তায় অংসখ্য শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ মন কী বাত করনে কা মন নেহি কর রাহা থা’৷অর্থাৎ ভূমিকম্পের জেরে প্রধানমন্ত্রীর মনও ভারাক্রান্ত৷

এদিকে, কলকাতায় এসে পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান৷১৫২ জন বাঙালি পর্যটকদের নিয়ে সকাল ১১.৩০ নাগাদ দমদম বিমান বন্দরে অবতরণ করে৷

(UPDATE 10.55)

আবারও ভূমিকম্পের আশঙ্কা নেপালে৷আগামী ৭২ ঘন্টার মধ্যে বড়সড় ভূমিকম্পের সতর্কবার্তা দিল কম্পন বিশেষজ্ঞরা৷অন্যদিকে, কানাডা সরকার ও আমেরিকার পক্ষ থেকে যথাক্রমে ৫ লক্ষ মিলিয়ন ডলার ও ১০ লক্ষ ডলার সাহায্য করবে বলে জানাল নেপাল সরকারকে৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া অল্যান্দ নেপালকে সাহায্যের আশ্বাস দিয়েছে৷এগিকে, ভারত থেকে পাওয়ার গ্রিডের সদস্যরা নেপালের উদ্দেশে রওনা গিয়েছে৷

(UPDATE 10.30)

ভূমিকম্পে ভারতে মৃত প্রত্যেক ব্যাক্তির পরিবারকে  ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রীয় সকরারের৷অন্যদিকে, নেপালে ভয়াবহ ভূমিকম্পে মাউন্ট এভারেস্টে তুষারধসে নিহতদের মধ্যে ড্যান ফ্রেডিনবার্গ নামে গুগলের একজন অধিকর্তাও রয়েছেন বলে জানা গিয়েছে৷

(UPDATE 10.12)

এইমসের ৩০ জনের একটি মেডিকেল টিম গিয়ে পৌঁছল নেপালে৷

নেপালের সরকারী হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯০০৷১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করল নেপাল সরকার৷ এদিকে রবিবার ভোরে কলকাতা থেকে বায়ুসেনার একটি বিশেষ বিমান কাঠমান্ডু গিয়ে পৌঁছেছে৷আজ দুপুরের মধ্যেই আটকে পড়া বেশ কিছু পর্টযককে উদ্ধার করে দমদম বিমান বন্দরে ফিরে আসার কথা রয়েছে৷বাঙালি পর্যটকেরা নিরাপদে রয়েছে বলে জানায়িছেন পর্বতারোহী বসন্ত সিংহ রায়৷

(UPDATE 9.40)

নেপালের ভূমিকম্পে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮৷এর মধ্যে বিহারে ৪৭, উত্তরপ্রদেশে ৮, পশ্চিমবঙ্গে তিন জনের মৃত্যু হয়েছে৷শনিবার রাতটা খোলা আকাশের নীচে কাটাতে হয় কয়েক হাজার নেপালবাসীকে। বরাত জোরে যাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন তাঁদের অধিকাংশের মাথার ছাদটুকু কেড়ে নিয়েছে রিখটর স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প। ফলে প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ফুটপাত, পার্ক বা খোলা মাঠে রাত কাটাতে বাধ্য হলেন এই সব হারানো মানুষজন, এভাবেই এঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী৷

এভারেস্টে বরফ ধ্বসে ৬১ জন পর্বতারোহী গুরুতর আহত৷এখনও পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷এভারেস্টের বেস ক্যাম্পে শুরু হয়েছে উদ্ধারকাজ৷

(UPDATE 9.15)

নেপালে আবারও কম্পন অনুভূত৷ ভারতীয় সময় অনুযায়ী সকাল ৮.৫০ নাগাদ কেঁপে ওঠে কাঠমান্ডু শহর৷রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬৷ ভূমিকম্পে আটকে পড়া ভারতীয় সহ সকলকে উদ্ধারকার্যের নাম দেওয়া হল  ‘অপারেশন মৈত্রী’৷ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ১ লক্ষ বোতল ‘রেল নীড়’ পাঠাল ভারতীয় রেল৷ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে এই জলের বোতল পাঠানো হয় বলে জানা গিয়েছে৷ এর পাশাপাশি পাঠানো হয় অন্যান্য ত্রাণ সামগ্রীও৷

অনূর্ধ্ব ১৪ এএফসি কাপ খেলতে গিয়ে নেপালে আটকে ভারতীয় পড়ে মহিলা ফুটবল দলের ১৮ জন সদস্য৷শনিবারই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল তাদের৷ ভূমিকম্পের জেরে সেই খেলা স্বভাবতই বাতিল হয়ে যায়৷ উদ্ধারের আশ্বাস দিয়ে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছে৷

(update 9.00)

ভারতীয় অসামরিক বিমান সূত্রে খবর, রবিবার ভোর ৪টে ৪৫ নাগাদ লি-১৭ গ্লোবমাস্টার ৩ নামক ভারতীয় বিমান ২৪৭ জন ভারতীয়কে নিয়ে কাঠমান্ডু থেকে পালাম বিমান বন্দরে নামে৷ এই নিয়ে মোট তিনটি বায়ুসেনার বিমান ৫৪০ জন ভারতীয়কে উদ্ধার করে কাঠমান্ডু থেকে ভারতে ফিরিয়ে নিয়ে এল৷

পরিষেবা নয়, উদ্ধার কাজের জন্য চালু হল নেপালের ত্রিভুবন বিমান বন্দর৷

(update 8.45)

খারাপ আবহাওয়ার জেরে উদ্ধার করা সম্ভব হচ্ছে না এভারেস্টে যাওয়া পর্বতারোহীদের৷এদিকে, নেপাল সরকারের সহায়তায় শনিবার ভারতের পক্ষ থেকে আরও ১০টি বিমান পাঠানো হবে বলে জানানো হয়েছে৷

(update 8.30)

নেপালে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে৷শনিবার গভীর রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১,৫০০৷ রাতের অন্ধকারে উদ্ধার কাজ ছিল থমকে৷সকাল হতেই আবার উদ্ধারকারী কর্মীরা কাজে নেমে পড়েন৷ রবিবার সকালে মৃতের সংখ্যা ছাড়ল ১৮০০৷সরকারী হিসেব অনুযায়ী আহতের সংখ্যা ৪ হাজার৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here