shocinইউনাইটেড নিউজ ডেস্ক :: ২০১৫ বিশ্বকাপ শেষ। এখন যেন স্মৃতিতে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। স্মৃতিকে পাকিস্তানের ডায়লগ, গেইলের দানবীয় ব্যাটিং, গাবটিলের বড় ইনিংস, সাঙ্গার সেঞ্চুরি, ভিলিয়ার্সের তান্ডব, রিয়াদের ণৈপুন্য, আম্বায়ার বিতর্ক, কামালকে পুরস্কার দিতে না দেয়ার মত অনেক কিছুই।

তবে এবার নতুন বিতর্ক সৃষ্টি করে চলেছেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারকে হারাতে উঠেপরে লেগেছে আইসিসি। বর্তমান বিশ্ব ক্রিকেট সংস্থার চেয়ারম্যান এন শ্রীনিবাসনেই এর মূল নায়ক। আগামী ২০১৯ এর বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণ নিয়ে তাদের দ্বন্দ্ব এখন চরমে।

ভারতীয় এ গণমাধ্যম বিশ্বকাপ শেষ হওয়ার আগ মুহুর্তেই এমন খবর প্রচার করেছে। শচীন যেখানে আইসিসির সহযোগি দেশগুলোতে ক্রিকেট বিস্তারে কাজ করছেন এবং বিশ্বকাপে ২৪ দলের অংশগ্রহণে খেলাটি আরো বেশি জমে উঠবে বলে ধারণা প্রকাশ করেছেন।

ঠিক শচীনের উল্টো পথে হেঁটে নিজের ১০ দলের যুক্তিতেই অটল থাকছেন শ্রীনিবাসন। শচীন আইসিসির প্রতি হুমকি দিয়ে বলেছেন, যদি আমার কথার বাইরে গিয়ে আইসিসি ১০ দলের বিশ্বকাপ আয়োজন করে তাহলে আমি এ সংস্থার সাথে কোন সম্পর্ক রাখব না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here