ssc-142ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের টানা অবরোধের মধ্যে তাদের নেতৃত্বাধী ২০ দলীয় জোটের অব্যাহত হরতালের কারণে স্থাগিত হওয়া ৪ মার্চের এসএসসি ও সমমানের ২টি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।  এদিকে শুক্রবার সকালে দেশব্যাপী এসএসসি ও সমমানের ৩মার্চের স্থগিত পরিক্ষাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি গ্রহণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, টানা অবরোধের মাঝে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।
ঢালি বলেন, গত ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এদিন দুবেলা পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজী ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও সঙ্গীত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা। আবার দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আরবি, সংস্কৃত, পালি, কর্মমূখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য অফিসার জানান, দাখিল পরীক্ষা শুধু সকালে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো- পৌরনীতি, মানতিক, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দূ, ফার্সি ও কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়)। তিনি জানান, ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি আগামীকাল শনিবার জানানো হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here