catfishইউনাইটেড নিউজ ডেস্ক :: এক ইতালিয়ান মত্সজীবী দিনো ফেরারি রাতারাতি ভাইরাল হয়ে ওঠে ওয়েব দুনিয়ায়। গত সপ্তাহে ২৮০ পাউন্ড ওজনের ক্যাটফিশ ধরেন। লম্বায় সাড়ে ৮ ফুটের বেশি দৈত্যকার এই ক্যাটফিশ।

বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ফেরারি জানান, তিনি স্পাইনিং রিলে সাহয্যে এই দৈত্যকার মাছ ধরেন। স্পাইনিং রিলের মাধ্যমে ২৮০ পাউন্ডের ক্যাটফিশ গিনিস বুকে ফেরারির নাম উঠতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তবে ফেরারির থেকে বেশী ওজনে মাছ ধরা হয়েছে আগে। ২০০৯ আমাজন থেকে প্রায় ৩৪২ পাউন্ড ওজনের ক্যাটফিশ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here