facebook-copyright-655x360ইউনাইটেড নিউজ ডেস্ক :: কোনও আইন বলবৎকারী সংস্থার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পেজে নিজের ক্ষোভ জানানো কখনই অপরাধ বলে গ্রাহ্য হবে না বলে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। বরং সেই ক্ষোভের কারণ জানতে পারলে জনতার লাভ হবে বলে মত আদালতের।

এক বেঙ্গালুরু দম্পতির বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই মন্তব্য সুপ্রিম কোর্টের। ২০১৩-এর ১৩ জুন স্বামী-স্ত্রী মানিক ও সাক্ষী রাস্তায় দুর্ঘটনার মুখে পড়েন।

তখন হাজির এক পুলিশ কনস্টেবল উচ্চপদস্থ এক অফিসারের সঙ্গে তাঁদের দেখা করতে বলেন। দম্পতির অভিযোগ, সেই পুলিশকর্তা দুর্ব্যবহার করেন।

আর এই প্রেক্ষিতেই মনোজ-সাক্ষী ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজে তাঁদের ক্ষোভ উগরে দেন। ব্যবস্থা নেওয়া তো দূর অস্ত! দম্পতির বিরুদ্ধে এফআইআর পরে পুলিশ। সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এমন পর্যবেক্ষণ। একই সঙ্গে দম্পতির বিরুদ্ধে এফআইআরকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here