যাওয়ার আগে জার্সি বিড়ম্বনাস্পোর্টস ডেস্ক :: একটা সময় বিদেশ সফরে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের বলে দেওয়া হতো, হাতব্যাগে যেন কিছুটা জায়গা খালি রাখা হয়। সেই খালি জায়গা ভরত ফ্লাইট ধরার ঠিক আগ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছে দেওয়া জার্সিতে। সেই সময়ের প্রতিনিধি নাঈমুর রহমান এখন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান।

মাত্রই কয়েকটা দিন আগে দায়িত্ব নেওয়া বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক গতকাল দুপুরে ভীষণ বিরক্ত, ‘যে সমস্যা আমাদের সব সময় ভুগিয়েছে, এখনকার ক্রিকেটারদেরও কেন তাতে ভুগতে হবে?’

নাঈমুরের এমন বিরক্তির কারণও সেই জার্সি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই বাংলাদেশ দলের জার্সি সরবরাহ করে আসা প্রতিষ্ঠান টেক্সওয়েভের কাজের মানে অসন্তুষ্ট নাঈমুর বলছিলেন, ‘জার্সি এসেছে ঠিকই কিন্তু দেখা গেছে কারো মাপ ঠিক নেই। আবার কারো জার্সির কলারে সমস্যা।

বিশ্বকাপের মতো আসরে খেলতে যাওয়ার আগে জার্সি নিয়ে এমন বিড়ম্বনা মোটেও প্রত্যাশিত নয়।’ মাশরাফি বিন মর্তুজারাও যে জার্সির মান নিয়ে প্রশ্ন তুলেছেন, গতকাল রাতে দেশ ছাড়ার আগে তা জানিয়ে গেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদও, ‘এবারের জার্সির মান নিয়ে ছেলেরা ভীষণ অখুশি।’

বিশ্বকাপকে সামনে রেখে দেশের মাটিতে ক্রিকেটারদের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল ২২ জানুয়ারি। পরদিন ছিল ছুটি। ছুটির দিনেও ক্রিকেটাররা সবাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন যাঁর যাঁর জার্সি নিয়ে যেতে।

কিন্তু জার্সি হাতে পেতেই আবিষ্কৃত হতে শুরু করে নানা রকম সমস্যা। বেশির ভাগ জার্সিই মানসম্মত না হওয়ায় ক্রিকেটাররা তাঁদের প্রত্যেকের জন্য বরাদ্দের পুরোটাও নিয়ে যেতে পারেননি বলে জানিয়েছেন নাঈমুর, ‘প্রত্যেক ক্রিকেটারের পাঁচ সেট করে জার্সি পাওয়ার কথা। কিন্তু আপাতত ওরা নিয়ে গেছে দুই সেট করে।’

জার্সি বরাদ্দের দায়িত্বে থাকা ম্যানেজার মাহমুদ জানালেন, ‘টেক্সওয়েভ প্রত্যেকের পাঁচ সেট জার্সিই সরবরাহ করেছিল। কিন্তু প্যাকেট খোলার পর দেখা গেল, জার্সির মান ভালো নয়।

অন্তত বাংলাদেশের মতো দলের সঙ্গে এসব জার্সি একদমই যায় না। তবু কাজ চালানোর জন্য আপাতত দুই সেট করে রেখে বাকি তিন সেট আমি বাতিল করে দিয়েছি।’

 ত্রুটিপূর্ণ ওইসব জার্সি টেক্সওয়েভকে পাল্টে দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন মাহমুদ, ‘তাদের বলা হয়েছে যেন বাতিলগুলো পাল্টে ভালো মানের জার্সি দেওয়া হয়।

তারা এতে সম্মতও হয়েছে। ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়ায় জার্সি পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।’

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here