স্টাফ রিপোর্টার
ইউনাইটেডনিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে দুই ডজনের মতো বন্যপ্রাণী উদ্ধার করেছে পুলিশ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চলে। পরে আটক ব্যক্তিদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাদের জেল জরিমানা করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর থেকে রাত পর্যন্ত তার নেতৃত্বে পুলিশসহ একটি দল ঢাকার সাভার ও গাজীপুরের জয়দেবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ সময় ৩টি লক্ষ্মী প্যাঁচা, ৪টি সবুজ ঘুঘু, ২টি টিলা ঘুঘু, ২টি বেজি, ১টি অজগর, ১টি কালনাগিনী, ৩টি গোখরা, ২টি টারাস, ২টি মদনা টিয়া ও ২টি শালিক উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাণীগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়।

অপরদিকে আরেক অভিযানে রাজধানীর মিরপুর-১০ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক সোহেল রানা জানান, তক্ষক বিক্রির খবর পেয়ে তিনি ওই এলাকার ৩৯, সুইডেন ভবন, হোটেল চৌধুরী প্যালেস ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করেন। তাদের কাছ থেকেই প্রাণীটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here