বগুড়া : বগুড়ায় পুলিশের মাসিক কল্যাণ সভায় ৮জন পুলিশ কর্মকর্তাকে কর্মদক্ষতার জন্য পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাকড়্গে গত মাসের কর্মদক্ষতার মূল্যায়ন পূর্বক এই পুরস্কারের ক্রেষ্টগুলি প্রদান করা হয়। এবারে পুরস্কার প্রাপ্তরা হলেন, বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, বগুড়া সদর কোর্টের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, সদর ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু নাহিদ পারভেজ চৌধুরী, সদর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞা, ডিএসবির এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, সদর থানার এএসআই (নিঃ) মোঃ জব্বার আলী ও ডিবি কং/৬০৮ মোঃ আবু রক্কর সিদ্দিক।

বগুড়ার পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মোঃ আব্দুর ওয়ারীশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মনিরা সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল)  মোহাম্মাদ নাজির আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন ঝুনু, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), আরআই, পুলিশ লাইন্সসহ সকল স্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ। এছাড়াও অবসরে যাওয়ায় বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির কং/৪০৯ মোঃ ইকবাল ফারুক কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সভায় পুলিশ সুপার জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম বগুড়া জেলার সকল পুলিশ সদস্যকে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য অস্ত্র/মাদক/সন্ত্রাসী/নিয়মিত মামলার আসামীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে বলেন।

তানসেন আলম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here