সাকিবের নতুন রেকর্ডস্টাফ রিপোর্টার :: বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩ টেস্ট খেলে ২১ উইকেট নিয়েছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের যেকোন ক্রিকেটারের যা সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ।

শুক্রবার সেই রেকর্ড ভাঙ্গেন সাকিব আল হাসান। খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরের উইকেট দিয়ে এনামুল হক জুনিয়রকে টপকে যান সাকিব।

খুলনা টেস্টের আগে জিম্বুাবুয়ের বিপক্ষে ৪ টেস্ট খেলেন সাকিব। ৪ টেস্টে সাকিবের উইকেট ছিল ১৫। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে এনামুলের কাছাকাছি চলে যান সাকিব।

দ্বিতীয় ইনিংসে সিকান্দার রাজার উইকেট নিয়ে এনামুলকে ছুঁয়ে ফেলেন বাহাতি এই অলরাউন্ডার। মধ্যাহ্ন বিরতির পর টেলরের উইকেট নিয়ে সবার উপরে উঠে আসেন সাকিব।

সাকিব ও এনামুলের পর এই তালিকার তিনে রয়েছে হিথ স্ট্রিক। ২০ উইকেট নিয়েছেন।

এ ছাড়া শীর্ষে পাঁচে থাকা আরেক বাংলাদেশি ক্রিকেটার হচ্ছে রবিউল ইসলাম। ৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন বাংলাদেশি এই পেসার।

সমান সংখ্যক উইকেট নিয়ে পাঁচে রয়েছেন এলটন চিগাম্বুরা। রবিউলের থেকে ৪ ম্যাচ বেশি খেলেছেন চিগাম্বুরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here