কেশবপুর ডিগ্রী কলেজজাহিদ আবেদীন বাবু কেশবপুর (যশোর) প্রতিনিধি :: কেশবপুর ডিগ্রী কলেজে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সভায় অধ্যক্ষসহ ২৪ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তদের বিরুদ্ধে অর্থ কেলেংকারী ও শিক্ষক নিবন্ধন সমস্যার অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি মন্ত্রণালয় অডিটের ভিত্ত্বিতে তাদেরকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে কলেজের একটি সূত্র জানায়।এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে উপাধাক্ষ্য জামাল উদ্দিন চৌধুরিকে।
সাময়িক বরখাস্তকৃতদের মধ্যে কলেজটির অধ্যক্ষ রফিকুল বারী, বিএম কম্পিউটার শাখার বুলবুল কুদ্দুস, সাচিবিক বিদ্যা কবিরুল ইসলাম, রুনা লায়লা, অনার্স শাখার তোজাম্মেল হক কাজল, হাবিবুর রহমান, মেহেদী হাসান, ফজলে খোদা, শাহ আলম, হুমায়ুন কবির, ফারজানা ইয়াসমিন, রেবেকা সুলতানা, বাবুল হোসেন, তরিকুল ইসলাম, আসমা খাতুন, মনিরুজ্জামান, গোলাম ফারুক, বাহরুল ইসলাম, মোদাচ্ছেরুজ্জামান, গোবিন্দ দাস, রাবেয়া খাতুনসহ ২৪ জন।
বৃহস্পতিবার বিকেলে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক এর সভাপতিত্বে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানাগেছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here