firewষ্টাফ রিপোর্টার :: রাজধানীর কারওয়ান বাজার বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) ভবনের ১১ তলায় আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা ১১টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো ১১ তলা ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি।

ভবনটিতে অবস্থিত এনটিভি, আরটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকাসহ অর্ধশত বাণিজ্যিক অফিস রয়েছে। এনটিভি এবং আরটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০০৭ সালে এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। সে সময় ভবনটিতে অবস্থিত এনটিভি, আরটিভি, ইসলামিক টিভি ও দৈনিক আমার দেশ পত্রিকাসহ অর্ধশত বাণিজ্যিক অফিস ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে দেশে প্রথমবারের মতো বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ব্যবহৃত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here