আওয়ামী লীগ নেতা খুনতানসেন আলম, বগুড়া প্রতিনিধি :: বগুড়া সদরের শাখাড়িয়া এলাকায় পূর্ব বিবাদের জের ধোরে দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মোয়াজ্জেম (৪৫) নামের এক আওয়ামীলীগ নেতা খুন হয়েছেন।

দু’পক্ষের সংঘর্ষ চলাকালে মোয়াজ্জেম হোসেনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় । সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০জন ।

নিহত মোয়াজ্জেম হোসেন চালিতাবাড়ী গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র এবং শাখারিয়া ইউপির ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ।

জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে চালিতাবাড়ী এবং উলিপুর গ্রাম বাসীর মধ্যে বেশ কিছু দিন যাবত বিবাদ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এসময় প্রতিপক্ষের দুবৃর্ত্তরা চালিতাবাড়ী গ্রামের আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনকে মারত্বক ভাবে কুপিয়ে জখম করে।

পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

সদর থানার ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী জানান, ধারালো অস্ত্রের আঘাতে মোয়াজ্জেম হোসেন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মারা যায়।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজির আহমেদ খান, চালিতাবাড়ীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এক ব্যক্তি নিহত হওয়ার কথা জানিয়েছেন।

দলীয় সুত্রে জানা গেছে, নিহত মোয়াজ্জেম হোসেন শাখারিয়া ইউপির ওয়ার্ড আওয়ামীলীগের নেতা।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here