অশান্তি ভুলে মোদী-নওয়াজকে আসার অনুরোধ মালালার লন্ডন: ফের একবার নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফকে একসঙ্গে আসার জন্য আবেদন জানালেন নোবেল প্রাপ্ত মালালা ইউসুফজাই।

ডিসেম্বরের নোবেল সেরিমনি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অশান্তি ভুলে দুই দেশের প্রধানমন্ত্রীকে আসার জন্য আহ্বান জানিয়েছেন মালালা। সেইসঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রীকেই শিশুশিক্ষার ওপর জোর দেওয়ার আবেদন জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৭ বছরের মালালা জানিয়েছেন, তিনি পুরস্কার স্বরূপ তাঁর প্রাপ্ত টাকার  বেশির ভাগ অংশ পাকিস্তানে শিশুশিক্ষার প্রকল্পের জন্য খরচ করতে চান।

তিনি জানিয়েছেন, এখনও পাকিস্তানের শিশুদের একটা বড় অংশ অশিক্ষার অন্ধকারে পড়ে রয়েছে।সব শিশুর সমান শিক্ষার অধিকার রয়েছে বলে বিশ্বাস করেন মালালা।
পাশাপাশি, তাঁর ওই তহবিলের টাকার কিছুটা অংশ খাইবার পাখতুনখাওয়ার একটি অনাথ আশ্রমে দেবেন বলেও জানিয়েছেন মালালা। তিনি আরও জানিয়েছেন, তিনি বারাক ওবামা ও রানি এলিজাবেথের সঙ্গে দেখা হওয়াতেও শিশুশিক্ষার প্রসারের ওপর জোর দেওয়ার কথাই জানিয়েছেন।

তিনি ব্রিটেনে থাকলেও তাঁর হৃদয় পাকিস্তানে আছে বলে উল্লেখ করেছেন মালালা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here