কামরুল হাসান, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি :: কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে শনি ও রোববার পৌরসভার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার হয়েছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে। ‘পরিষ্কার হাত জীবন বাঁচায়’ এই শ্লোগানকে সামনে রেখে ওয়াটার এইডের সহায়তায় শিক্ষার্থীদের হাত ধোয়ায় উদ্বুদ্ধকরণ এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ঢাকা আহছানিয়া মিশনের ‘আমাদের কলারোয়া প্রকল্প’র কমিউনিটি মোবিলাইজার রিতা বিশ্বাস জানান, রোববার কলারোয়া পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, শিশু ল্যাবরেটরী স্কুল, ইক্বরা চাইল্ড স্কুল, তুলসিডাঙ্গা প্রাইমারি স্কুলসহ ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণির ইশারাত জাহান সাওমি প্রথম, চতুর্থ শ্রেণির তাসনিম তামান্না শ্রাবণী দ্বিতীয় ও প্রথম শ্রেণির প্রমি ঘোষ তৃতীয় স্থান লাভ করে।

এ সময় উপস্থিত কলারোয়া পৌরসভার প্রতিনিধি সংরক্ষিত আসনের কাউন্সিলর মিসেস ফারহানা হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের মনিটরিং ডকুমেন্টেশন অফিসার আব্দুল মাজেদ, প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক, সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, মাওলানা নুরুল হক, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নিগার সুলতানা, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here