জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে গ্রেফতার এবং অভিযোগ আমলে না নেয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে মৌখিকভাবে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তিনি এ আবেদন করেন।
তিনি আবেদনে উল্লেখ করেন, “আগামী ১৮, ১৯, ২০ ডিসেম্বর আমি দেশের বাইরে থাকবো। ওই তিনদিনের মধ্যে যেনো  তাকে গ্রেফতার না করা হয়। গোলাম আজমের ওকালতনামায় আমি আইনজীবী হিসেবে রয়েছি। তার বয়স ৮৯ বছর এক মাস ৬ দিন। তিনি বৃদ্ধ এবং শারিরীকভাবে দুর্বল থাকায় তাকে জামিন দেয়া লাগতে পারে। তাই আমি এটি বিবেচনার জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করলাম।”
আদালত ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আশ্বস্ত করেছেন ২০ তারিখের মধ্যে গোলাম আজমকে যেনো গ্রেফতার না করা হয় সে বিষয়টি বিবেচনা করা হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here