লতিফ সিদ্দিকীর পাশে তসলিমাঢাকা:হযরত মোহাম্মদ (সা.), হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর লতিফ সিদ্দিকীর পক্ষে কেউ না দাঁড়ালেও বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাকে সমর্থন দিয়েছেন।

বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটারে) তিনি লতিফ সিদ্দিকীকে অভিনন্দন জানানোর পাশাপাশি সরকারের সমালোচনাও করেন।

লতিফ সিদ্দিকীর বক্তব্য তুলে ধরে তিনি ফেসবুকে লেখেন- ‘ব্রাভো লতিফ সিদ্দিকী! এতদিনে বাংলাদেশের কোনো মন্ত্রীর মুখে কিছু সত্যভাষণ শুনলাম। আরো মন্ত্রী যেন শেখেন সত্য কথা বলা। এতকাল তো মন্ত্রিকুলের মুখে মিথ্যেই শুনেছি, মিথ্যে প্রতিশ্রুতি শুনেছি, ধর্মের মিথ্যে স্তুতি শুনেছি। এবার সত্য কিছু কথা শুনে প্রাণ জুড়োলো।’

এরপর সন্ধ্যায় লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হতে পারে এমন খবরে ক্ষুব্ধ হন ‘বিতর্কিত’ লেখিকা তসলিমা নাসরিন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আবার প্রমাণ করলো এ কোনও গণতান্ত্রিক দেশ নয়। কোনও সভ্য দেশ নয়। এই দেশ পৃথিবীর অন্যতম বর্বর দেশ। প্রমাণ করলো এই দেশ ইসলামী সন্ত্রাসীদের দেশ। কিছু সত্য কথা বলেছেন বলে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। দেশের লাখ লাখ অশিক্ষিত ধর্মান্ধ বর্বর তাকে দেশে ঢুকতে দেবে না বলে চিৎকার করছে।’

তিনি আরো বলেন, ‘সরকারি দল আর বিরোধী দলের মধ্যে কে কত ধর্মান্ধ বর্বর, তার প্রতিযোগিতা চলে। লতিফ সিদ্দিকীকে অপসারণ করে ধর্মান্ধ সরকার বুঝিয়ে দিতে চাইছে, তারাও দেশের অশিক্ষিত ইসলামী সন্ত্রাসীদের মতো অশিক্ষিত, তারাও তাদের মতো ধর্মান্ধ, তারাও বর্বর, তারাও কোনও ভিন্ন মতকে বরদাস্ত করে না, তারাও সত্যিকার গণতন্ত্রে এবং মুক্তচিন্তায় বিশ্বাস করে না।’

ধর্মান্ধ বর্বরদের দেশটায় আমার জন্ম হয়েছিল, ভাবতেই লজ্জা হয় আমার- এমন কথাও ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন এই লেখিকা।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here