২৫নিউজ ডেস্ক :: ভারতের গুজরাটের ভাদোদরায় নবরাত্রির অনুষ্ঠানে মুসলমানদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গা অব্যাহত রয়েছে।

দাঙ্গার জড়িত সন্দেহে গত কদিনে প্রায় দেড়শ জনকে আটক করা হয়েছে।

এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও, দোকান, যানবাহন এবং বাড়িতে ভাঙচুরের অনেক ঘটনা ঘটেছে।

দাঙ্গা সামলাতে পুলিশ অনেক জায়গায় পুলিশ গুলি ছুড়েছে।

 

শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশের পাশাপাশি আধা-সামরিক বাহিনী বিএসএফ শহরে টহল দিচ্ছে।

চার মাস আগের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাদোদরা থেকে নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভাদোদরায় হিন্দুদের নবরাত্রি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা কেন্দ্র করে দাঙ্গার সূত্রপাত হয়।

পশ্চিম ভারতে নবরাত্রির সময় গারভা নাচ বহু পুরনো ঐতিহ্য। এই নাচ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হলেও, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ও তাতে অংশ নেয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here