মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার :: আপিল বিভাগ কর্তৃক দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায় মেনে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

একই সঙ্গে রায়ে যারা আঁতাতের অভিযোগ তুলছে তাদের জ্ঞানপাপী বলেও আখ্যা দিলেছে যুদ্ধাপরাধীদের দাবিতে সোচ্চার থাকা এই জোট।

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এমন প্রতিক্রিয়া জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, “১৪ আশা করেছিল দেলাওয়ার হোসেন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। তবে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে।”

‘জনশ্রুতি আছে এই রায় আঁতাতের, আপনারা কিভাবে নিচ্ছেন, আদৌ কি এটা আঁতাতের রায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ক্ষুব্ধ হয়ে উঠেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “আঁতাতের কথা যারা বলে তাদের জ্ঞানপাপী। তারা না বুঝে এসব কথা বলে।”

জামায়াতের হরতাল নিয়ে তিনি বলেন, “হরতালে মানুষের সমর্থন নেই। এটা মানুষ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আইনও তার গতিতে চলবে।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here