crocodile-pondডেস্ক নিউজঃ  পর্যটন কেন্দ্রে বিপত্তি। ব্যাঙ্ককের উপকন্ঠের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের একটি খামারে কুমীরে কিলবিল করছে কুমীর। আর সেই পুকুরেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তাইল্যান্ডের এক ৬৫ বছরের বৃদ্ধা।

ওই খামারে রয়েছে চিড়িয়াখানা। পর্যটকদের মনোরঞ্জনের জন্য কুমীর ভরা পুকুরের মাঝখান দিয়ে রয়েছে ওয়াকওয়ে।

ওই ওয়াকওয়ে ধরে পুকুরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পর্যটকরা খাবার ছুড়ে দেন ভয়ঙ্কর ওই জলজ জন্তুদের।

গত শুক্রবার সবার চোখের সামনেই ঘটল আত্মহত্যার ওই ঘটনা। সকালে তখন সবে খামারের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

সেই সময়ই ওয়াকওয়ের বিশ্রামের স্থান থেকে পুকুরে ঝাঁপ মারেন ওই বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা মানসিক চাপ ও অবসাদে ভুগছিলেন। একথা পুলিশকে জানিয়েছেন আত্মঘাতিনীর বোন।

তাইল্যান্ডের কুমীর ও বাঘ খামার সহ পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা বিধিতে অনেক সময় শিথিলতা দেখা যায়।

যেখানে ওই বৃ্দ্ধা আত্মঘাতী হয়েছেন সেই সামুট প্রকান খামারের বেষ্টনী খুব বেশি উঁচু নয়। কুমীরদের যাতে শিশু সহ অন্যান্য পর্যটকরা খাবার দিতে পারেন সেজন্যই এর উচ্চতা কম রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here