pinki_pramanik 

ডেস্ক নিউজঃ এশিয়াডে সোনাজয়ী ভারতীয় অ্যাথলেট পিংকি প্রামাণিককে ধর্ষণ, হুমকি ও প্রতারণার অভিযোগগুলো থেকে মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

তার এক সঙ্গিনী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে এশিয়াড সহ নানা দেশী বিদেশী প্রতিযোগিতায় মহিলা হিসাবে যোগ দিলেও পিংকি একজন পুরুষ। এবং পিংকি তাকে নিয়মিত ধর্ষণ করতেন। এছাড়াও প্রতারণা আর হুমকির অভিযোগও জানান ওই মহিলা সঙ্গিনী।

অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার হন পিংকি। একই সঙ্গে পিংকির লিঙ্গ নির্ধারণের জন্য পরীক্ষা শুরু হয়।
বেশ কয়েকবার পরীক্ষার পরেও বোঝা যায় নি তিনি পুরুষ না মহিলা। শেষমেশ ক্রোমোজোম পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পিংকি মহিলা নন পুরুষ। তবে তার পক্ষে যৌন সঙ্গম করা সম্ভব নয়।

ওই রিপোর্ট পাওয়ার পরে পুলিশ আদালতে সওয়াল করে যেহেতু পিংকি পুরুষ তাই তিনি ধষর্ণ করেছেন। দুবছর ধরে মামলা চলার পরে শুক্রবার আদালত ওই সব অভিযোগ খারিজ করে দেয়।– বিবিসি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here