Teenagersডেস্ক নিউজঃ ক্লাসের পড়া না করার জন্যে হোক বা পরীক্ষা ফাঁকি দেওয়ার জন্যে, স্কুল পালানো টিনএজ মেয়েরা ঝুঁকিপূর্ণ যৌনতায় জড়িয়ে
পড়তে পারে। জার্নাল অব অ্যাডোলিসেন্ট হেলথ-এ প্রকাশিত ইন্ডিয়ানা ইউনিভার্সিটির এক দল গবেষকের গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেওয়া
হয়েছে। গবেষকরা স্কুল পালানো মেয়েদের মধ্যে যৌনতায় জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করেছেন।
আমেরিকায় ৩৮৭ জন স্কুলপড়ুয়া টিনএজ মেয়েদের ৮০ হাজার ডায়রির উপস্থিতি পর্যালোচনা করে তাদের ওপর গবেষণা চালান। দেখা গেছে, তাদের প্রায় সবাই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে যৌনতাপূর্ণ আচরণ জড়িত।
গবেষণার প্রধান প্রতিবেদক ডেভোন জি হেনসেল জানান, যারা প্রায় সময় স্কুল পালায় তাদের অধিকাংশ সঙ্গীর সঙ্গে সেক্স করেছে এবং তার অধিকাংশই ঝুঁকিপূর্ণ। এ বয়সের মেয়েরা যখন স্কুল পালাতে ব্যর্থ হয় তখন পুরো দিনটিতেই তাদের মন-মানসিকতা ভালো থাকে না। আবার
ফাঁকি দিতে পারলে স্কুলের পরীক্ষায় খারাপ ফলাফল করলেও তাদের মন ভালো থাকে।
বয়ঃসন্ধিকালে প্রেমের সম্পর্কের মাধ্যমে তারা প্রথম সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। আর এই পরিবেশের জন্য স্কুল বেশ ভালো একটি প্লাটফর্ম। এর ফলে তাদের মধ্যে সামাজিক রীতি যেমন যোগাযোগ স্থাপন, আবেগপ্রসূত বিষয় এবং আচরণ-সংক্রান্ত পরিপূর্ণতা আসতে থাকলেও কম বয়সে সম্পর্কে জড়িয়ে পড়ার ঝক্কিও পোহাতে হয়, জানান হেনসেল।
গবেষকরা আরো জানান, এই গবেষণার মাধ্যমে টিনএজ মেয়েদের প্রেম এবং যৌনতায় জড়িয়ে পড়া তাদের লেখাপড়ার ওপর কী প্রভাব ফেলে তা বোঝার চেষ্টা করা হয়েছে। পরিষ্কারভাবে দেখা গেছে, এর ফলে তাদের শিক্ষজীবন ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here