রায়হান হোসাইন(পাভেল), রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট) ৩ মেধাবী শিক্ষার্থী আবিস্কার করলো ‘ফায়ারকপ‘ নামে অগ্নিনির্বাপক রোবট । এই রোবটের মাধ্যমে অগ্নিনির্বাপন কাজ খুব সহজেই দুর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্য নিয়ন্ত্রন করা যাবে বলে জানা গেছে ।

রোবাটটি আবিস্কার করেছেন রুয়েটের যন্ত্রকৌশল ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুস্তফা মুহিবুল্লাহ শোভন ও সৌরভ সরকার এবং তড়িৎ কৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. শরীফ আহমেদ ।

শনিবার রুয়েট ক্যাফেটেরিয়ার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয় । সংবাদ সম্মেলনে এটা তৈরির উপাদান ও ব্যবহার সম্পর্কে জানানো হয় রোবটে কার্বন-ডাই-অক্সাইড ফায়ার এক্সটিঙ্গুইশার রাখা আছে যা সাধারন ক্লাশ-বি টাইপ আগুন নিভাপে সক্ষম ।

কোথাও আগুন লাগলে সেখানে রোবাটটি পৌছে দুর থেকে নিয়ন্ত্রনসহ রিমোট কন্ট্রোলের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড সেপ্র করে আগুন নেভাবে ।

এতে করে একদিকে যেমন অগ্নিনির্বাপক কর্মীদের জীবনের ঝুকি কমবে অন্যদিকে উদ্ধার কাজ সহজ হবে বলে জানানো হয় ।

যানা গেছে এই রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. রোকনুজ্জামানের তত্বাবধানে শিক্ষার্থীরা এই রোবটটি আবিস্কার করেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here