ডেস্ক নিউজ :: ২০১৩ সালে ভারতে প্রতিদিন গড়ে ৯২ জন মহিলা ধর্ষিতা হয়েছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। ২০১২ সালে দেশে ধর্ষণের সংখ্যা ছিল ২৪ হাজার ৯২৩টি। গত বছর তা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৭০৭টি।

ধর্ষণের দিক থেকে দেশের মধ্যে প্রথম হয়েছে দিল্লি। ২০১৩ সালে দেশের রাজধানী শহরে ধর্ষণ হয়েছিল ১৬৩৬টি। সেখানে ২০১২ সালে দিল্লিতে সরকারী খাতায় ধর্ষণ নথিভুক্ত করা হয়েছিল ৭০৬টি।

রঙিন শহর মুম্বই ধর্ষণে দিল্লির পরের স্থানে। বাণিজ্য নগরীতে ২০১৩ সালে ধর্ষণ হয়েছে ৩৯১টি। ২০১৩-য় জয়পুর ও পুনেতে ধর্ষণের সংখ্যা যথাক্রমে ১৯২ ও ১৭১টি।

দিল্লি মহিলাদের কাছে যে নিরাপদ নয়, সেটা ২০১২-র ১৬ ডিসেম্বরের রাতে চলন্ত বাসে গণধর্ষণ সহ পরবর্তীকালের একাধিক ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। এনসিআরবি-র তথ্যেও প্রকাশ, দিল্লিতে ২০১৩ থেকে ২০১৪-য় বেড়ে দ্বিগুণ হয়েছে ধর্ষণ। ২০১২ সালে যে রাজধানী শহরে ৭০৬টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেখানে গত বছর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৬টি। রিপোর্ট জানাচ্ছে, গড়ে ২০১৩ সালে প্রতিদিন দিল্লিতে ধর্ষণ হয়েছে ৪টি।

বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণকারী নির্যাতিতার পূর্বপরিচিত! ৯৪ শতাংশ ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতা আগে থেকে চিনতেন ধর্ষককে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here