গাজী হানিফ মাহমুদ, নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের ব্যবসায়ী হারিছ উদ্দিন মোল্লা ওরফে চাঁন মিয়ার বাড়ীতে এক সঙ্গে ৩৮টি নাইট কুইন ফুল ফুটেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এক এক করে দূর্লভ প্রজাতির এই ফুলগুলো প্রস্ফুটিত হতে থাকে। বাড়ীর আঙ্গিনায় লাগানো গাছে ফুল ফোটার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন হারিছ মোল্লার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ছুটে আসেন গ্রামের লোকজনও।

এলাকাবাসী জানান, মনোহরদীতে এই প্রথম এক সঙ্গে এতগুলো নাইট কুইন ফুটেছে। নাইট কুইন রাতে ফুটে, দূর্লভ এই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হতে চান না কেউ। তাই ফুল ফোটার খবর পেয়ে গভীর রাতেই দেখতে এসেছেন তারা।

হারিছ মোল্লা জানান, শখের বশে ১৯৯৭ ইং সালে জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের তার এক আত্মীয়ের বাড়ী থেকে টবে করে একটি নাইট কুইন চারা সংগ্রহ করে বাড়ীর আঙ্গিনায় রোপন করেছিলেন। রোপনের দুই বছর পর প্রথম দুটি নাইট কুইন ফুল ফুটে।

এরপর একাধিকবার ফুল ফুটলেও এক সঙ্গে এত ফুল ফুটতে দেখা যায়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here