ঢাকা: বিশিষ্ট চলচ্চিত্রকার ও অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম কামরুজ্জামন কবিরকে হত্যার দায়ে অপর ছেলে এটিএম খলিকুজ্জামন কুশলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আজ রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
এ মামলায় এটিএম শামসুজ্জামানসহ ১৪ জন বিভিন্ন সময় ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।
২০১২ সালের ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় ছেলে কুশল চাকু দিয়ে খুন করেন অপর ছেলে কবিরকে।
হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামান বাদি হয়ে কুশলের বিরুদ্ধে সুত্রপুর থানায় মামলা করেন। ওইদিনই কুশলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর কুশল ১৪ মার্চ ২০১২ তারিখে আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
ওই বছর ২৫ জুন কুশলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরুল ইসলাম। ২০১২ সালের ৬ ডিসেম্বর কুশলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here