স্টাফ রিপোর্টার :: মুসলিম বিবাহ নিবন্ধন ফি থেকে করবহির্ভূত রাজস্ব বাড়ানোর চিন্তা করছে সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে আরও কিছু সময় নেবে সরকার।

তার আগে একটি টেকনিক্যাল কমিটি গঠন করে এর আইনগত দিকগুলো পর্যালোচনা করা হবে, যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়।

এ বিষয়ে অর্থ বিভাগের এক কর্মকর্তা রসিকতা করে বলেন, যারা এখনও বিয়ে করেননি, তাদের জন্য বিষয়টি কিছুটা দুঃখজনক। বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। তবে কী পরিমাণ ফি বাড়বে, তা এখনও ঠিক হয়নি।

সূত্র জানায়, বিবাহ নিবন্ধন ফি দীর্ঘদিন ধরে বাড়েনি। বর্তমানে সরকারের মোট রাজস্বের ১১ শতাংশ করবহির্ভূত রাজস্ব থেকে পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশগুলোতে এ হার আরও বেশি। সে তুলনায় বাংলাদেশে এ খাতে রাজস্ব পাওয়ার হার অনেক কম।

ফলে এ খাত থেকে রাজস্ব বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

সূত্র জানায়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-১৯৭৫ পর্যালোচনা করে দেখা গেছে, ২০০২ সালের ১ জুলাইয়ের আগ পর্যন্ত প্রতিটি বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত মোহরানার প্রথম এক হাজার টাকার ৫ শতাংশ এবং অবশিষ্ট মোহরানার ২৫ শতাংশ, তবে অনধিক দুই হাজার টাকা আবশ্যিকভাবে সরকারি কোষাগারে জমা দিতে হতো।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here