নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে আলী হোসেন নামের এক ওয়্যার ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একদল প্রতারক। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়িমজলিশ এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস এলাকায় থানা সড়কের পার্শে পিঠাপুলির পুল সংলগ্ন হাজী মোসত্মফা মিয়া মার্কেটে অবস্থিত মোঃ আলী হোসেন মিয়ার কাভার ওয়্যার ফ্যাক্টরি। সেখানে বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ৪ জন সাদা পোশাকধারী লোক হাতে ওয়্যার্লেস সেট ও হ্যান্ডকাফ নিয়ে ফ্যাক্টরির ভেতরে যেয়ে কর্মরত ৬ শ্রমিকের কাজ বন্ধ রেখে হ্যান্ডকাফ পরাতে যায়। এ সময় ফ্যাক্টরি মালিকের ছোটভাই আবুল হোসেন তাদের পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে একজন আলমগীর ও আরেকজন আলআমিন বলে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং পস্নাস্টিকজাতীয় মালামাল সহ শ্রমিকদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। আবুল হোসেন তার ভাই আলী হোসেনের কাছে এ সংবাদ দিলে ডিবি পুলিশ পরিচয়ধারীরা ২ লাখ টাকা চাঁদা দাবী করে। না হলে মিথ্যা মামলায় তাদের ফাসানো হবে বলেও হুমকি দেয়। এসময় শ্রমিকদের কান্নায় মালিকপক্ষ ৭০ হাজার টাকা দিয়ে ডিবি পুলিশের কাছ থেকে শ্রমিকদের ছাড়িয়ে রাখে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, আলমগীর ও আলআমিন নামের কেউ ডিবি পুলিশের সদস্য না। ডিবি পুলিশের সুনাম ক্ষুন্ন করতে হয়তো কোন প্রতারক চক্র এ কাজ করতে পারে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here