কলকাতা প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়াশিংটনের যাওয়ার আমন্ত্রন জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবারই মার্কিন উপ-বিদেশ সচিব উইলিয়াম জে.বার্নস আনুষ্ঠানিক ভাবে মার্কিন রাষ্ট্রপতির তরফে ওয়াশিংটনে যাওয়ার আমন্ত্রন পেয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীও ওবামার এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

সূত্রে খবর নরেন্দ্র মোদি জানিয়েছেন যে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত চলতি সম্পর্কের নতুন দিশা দিতে তিনি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন।

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে জতীসঙ্ঘের অধিবেশনে যোগ দিতে নরেন্দ্র মোদি নিউইয়র্ক যাচ্ছেন। ঐসময়ই ভারত-মার্কিন সম্পর্ক সুদৃঢ় করতে মার্কি রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে দেখা করবেন ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে বৈঠক করবেন।

রাজনৈতিক মহলের মতে ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর মোদির মার্কিন মুলুকে যাওয়া কার্যত নিষিদ্ধ করেছিল মার্কিন প্রশাসন।

কিন্তু ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দূর রাখা সম্ভব নয় বুঝেই মার্কিন প্রশাসন ভোল পাল্টে মোদিকে আমন্ত্রণ জানালো।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here