কলকাতা : চিনা রাষ্ট্রপতি জি জিনপিংকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। প্রায় আধা ঘন্টারও বেশিক্ষণ সময় ধরে ফোনালাপ হয় এই দুই নেতার মধ্যে। ফোনে ভারতের নতুন প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানান চিনা প্রধানমন্ত্রী।

এসময়ই চিনা রাষ্ট্রপতি জিনপিং-কে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। ভারতের বিদেশমন্ত্রক সূত্রে এক বিবৃতিতে এখবর দেওয়া হয়েছে।

বিতৃতিতে বলা হয়েছে ‘চিনা প্রধানমন্ত্রী মোদির ভারত সরকারের সঙ্গে সম্পর্ক মজবুদ করতে কতটা উদগ্রীব সে কথা জানান মোদিকে।

মোদিকে শুভেচ্ছা জানানোয় লি কেকিয়াংকে ধন্যবাদ জানিয়ে তাঁকে দ্বিাপাক্ষিক সম্পর্ক মজবুদের আশ্বাস দেন’। মোদি বলেন ‘ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে চিন বরাবরই অগ্রগণ্য’। দুই দেশের মধ্যেকার বকেয়া সমস্যাগুলি সমাধানেও চিনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক গোষ্ঠী ভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে নজির সৃষ্টি করেছিলেন মোদি। এবার এশিয়ার প্রথম বৃহত্তম অর্থনীতির দেশের প্রধানকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে এই উপমহাদেশে নতুন কূটনৈতিক দৃষ্টতার পরিচয় দিয়েছেন মোদি। প্রসঙ্গত ২০১২ সালে শেষ ভারত সফর করেছিলেন চিনা প্রেসিডেন্ট হু জিনতাও।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here