কলকাতা : বুধবার  ভারতের নয় দফা লোকসভা নির্বাচনের অষ্টম পর্বের ভোট চলছে দেশের ৭ রাজ্যের ৬৪টি আসনে। এর মধ্যে আছে অন্ধ্রপ্রদেশের ২৫টি, উত্তরপ্রদেশে ১৫টি, বিহারে ৭টি, পশ্চিমবঙ্গের ৬টি, উত্তরাখন্ডের ৫টি, হিমাচল প্রদেশের ৪টি, কাশ্মীরের ২টি আসন।

ভোট শুরু হয়েছে সকাল ৭টায় চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তবে মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে বিকেল ৪টায় শেষ হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট সুষ্ঠু করতে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রেই আধাসামরিক বাহিনীর সঙ্গে থাকছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। সকাল সকালই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ দেখা যায়।

দেশ জুড়ে এদফায় যাদের ভাগ্য নির্ধারন হচ্ছে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, বিজেপির প্রার্থী বরুণ গান্ধী, লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসোয়ান, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল নেত্রী রাবরি দেবী, বিজেপি’র তারকা প্রার্থী স্মৃতি ইরানি, তৃণমূল প্রার্থী শ্রীমতি দেববর্মা(মুনমুন সেন), বিজেপি প্রার্থী সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়’র হেভিওয়েট প্রার্থীদের।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোল- এই ছয়টি লোকসভা কেন্দ্রে ভোট শুরু হয়েছে। এপর্বে মোট ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১১ জন মহিলা প্রার্থী রয়েছেন। ছয় কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৮৮,৭৭,৭০১ জন। ২০০৯ সালের নির্বাচনে এই ছয়টি আসনই বামফ্রন্ট দখল করেছিল। কিন্তু এবার চিত্রটা একটু ভিন্ন্‌।

বিহারে ৭টি আসনে মোট ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ। এরাজ্যে সবথেকে উল্লেখযোগ্য আসন হল হাজিপুর এবং সারণ। হাজিপুরে ভাগ্য পরীক্ষায় নামছেন লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান অন্যদিকে সারণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালুপ্রসাদের স্ত্রী রাবড়ি দেবী।

কড়া নিরপত্তার মধ্যে উত্তরপ্রদেশের ১৫ টি আসনেও এপর্বে ভোট হবে। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী  ছাড়াও এপর্বে ভাগ্য নির্ধারন হবে বিজেপি’র বরুণ গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী বেণি প্রসাদ ভার্মা, কংগ্রেসের তারকা প্রার্থী মহম্মদ কাইফ, আম আদমি পার্টির কুমার বিশ্বাস।

গত পর্বে অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা অঞ্চলে ভোট হওয়ার পর এবারের পালা সীমান্ধ্রের। এপর্বে ভোট হবে ২৫ টি কেন্দ্রে। ৩৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন প্রায় সাড়ে তিন কোটি ভোটার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here