ঢাকা: রাজধানীর কমলাপুরের টিটিপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে গেছে।

এতে নারীসহ চার বাসযাত্রী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন নাজমুল সাবা নাজু (২৩)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাকি তিন জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ জিআরপি থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে শাহজারপুর থানার ওসি মোল্লা জাকির বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বলেন, নারায়ণগঞ্জ থেকে ট্রেনটি কমলাপুর স্টেশনে প্রবেশের সময় একটি বাস উল্টো পাশ দিয়ে আসছিল। এতে বাস ও ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়।’

মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর জিআরপি থানার ওসি আবদুল মজিদ  বলেন, রেলের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে গেছে। বাসটি সায়দাবাদ থেকে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রেন আসার সময় বাসটি উল্টো দিক দিয়ে রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিন বাসযাত্রী নিহত এবং ৭ থেকে ৮ জন আহত হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here