ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার বিকেল ৫টায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান নিজ কক্ষে বাংলাদেশ মেডিকেল রিপোর্টাস এসোসিয়েশনের (বিএমআরএ) সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্তের কথা জানান।

এ বৈঠকে তিনি জানান, এখন থেকে সাংবাদিকদের জরুরি বিভাগে প্রবেশে কোনো বাধা নেই। তবে কোনো ওয়ার্ডে প্রবেশ বা ছবি তুলতে চাইলে মেডিকেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এর আগে বৃহস্পতিবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠক শেষে হাসপাতালে সাংবাদিক প্রবেশে পূর্বানুমতি নেওয়ার বিধান চালু করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। যা শনিবার থেকে কার্যকর করা হয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হলে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে নিষিধাজ্ঞা শিথিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মহাপরিচালকের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএমআরএ’র সভাপতি আওরঙ্গজেব সজিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবুসহ অন্যান্য সাংবাদিক নের্তৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here