আন্তর্জাতিক ডেস্ক: ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে অসমের পাঁচটি ও ত্রিপুরার একটি কেন্দ্রে।অসমের ৮,৫৫৮টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৬৪ লক্ষ মানুষ৷

সকাল ১০টা- প্রথম ২ ঘণ্টায় অসমে ২৫ শতাংশ ও ত্রিপুরায় ২২ শতাংশ ভোট পড়েছে।
ভোট গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছে ত্রিপুরা লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত।

সকাল ৮.১৫টা–ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। সিপিআইএম, কংগ্রেস ছাড়াও এই আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস থেকে বেরিয়ে আসা ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসও।

সকাল ৮টা- অসমের পাঁচ কেন্দ্রের বিভিন্ন বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন।

এবার অসমে ভোট বয়কটের ডাক দেয়নি কোনও জঙ্গি সংগঠনই। ত্রিপুরায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১,৬০৫টি৷ এর মধ্যে দু’টি অতি স্পর্শকাতর ও ৪৮৬টি স্পর্শকাতর৷

অসমে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস ছেড়ে আসা লটারি ব্যারন মনি কুমার সুব্বা, মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ছেলে গৌরব গগৈ,বিদায়ী কংগ্রেস সাংসদ বিজয়কৃষ্ণ হান্ডিক, বিজেপি-র রাজ্য সভাপতি সর্বানন্দ সনোওয়াল

সকাল ৭.৩০টা- অসমের তেজপুর, কালিয়াবোর, জোড়হাট, ডিব্রুগড় এবং লখিমপুর কেন্দ্রে ভোটগ্রহণ। পাঁচ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৫১জন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই রাজ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সকাল ৭টা–শুরু হল ভোটগ্রহণ।

ভারতে নয় দফায় ভোটগ্রহণের তালিকা
৭এপ্রিল- ২ রাজ্যের ৬ আসনে ভোট
৯ এপ্রিল- ৫ রাজ্যের ৭ আসনে
১০ এপ্রিল- ১৪ রাজ্যের ৯২ আসনে
১২ এপ্রিল- ৩ রাজ্যের ৫ আসনে
১৭ এপ্রিল- ১৩ রাজ্যের ১৪২ আসনে
২৪ এপ্রিল- ১২ রাজ্যের ১১৭ আসনে
৩০ এপ্রিল – ৯ রাজ্যের ৮৯ আসনে
৭ মে- ৭ রাজ্যের ৬৪ আসনে
১২ মে- ৩ রাজ্যের ৪১ আসনে
ভোটগণনা শুরু- ১৬ মে
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here