স্টাফ রিপোর্টার: প্রকাশিত হলো কণ্ঠশিল্পী হেমার প্রথম একক অ্যালবাম ‘দূরে কি থাকা যায়’।

সম্প্রতি সিডি চয়েসের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যালমামের মোড়ক উন্মোচন করেন সিডি চয়েসের কর্নধার শেখ সুমন এমদাদ, ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের পরিচালক মনির হোসেন যুবরাজ এবং কন্ঠশিল্পী হেমা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালবামের গীতিকার এবং সাংবাদিক বৃন্দ।

অ্যালবামে ৫টি ডুয়েট গানসহ মোট ১০টি গান রয়েছে। গানগুলো সুর ও সংগীত করেছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ।

ডুয়েট গানে হেমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ ও ইলিয়াস।

গান লিখেছেন এ মিজান, রাজীব হোসেন, মাহমুদ আকাশ, শান্তনা মিঠু, কিবরিয়া রনি, সাবরিনা।

অ্যালবামটি প্রকাশ করবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

এ সম্পর্কে হেমা বলেন, ‘অনেক যত্ন করে গানগুলো করেছি। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে শতভাগ দিতে। শ্রোতাদের কথা মাথায় রেখে সব ধরনের গান এতে রাখা হয়েছে। আমার বিশ্বাস গানগুলো সবার ভালো লাগবে। আমি অ্যালবামটি নিয়ে আশাবাদী।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here