চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোরবারের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রশিবির নেতা খুনের প্রতিবাদে বুধবার চট্টগ্রামে দিনব্যাপী হরতালের ডাক দিয়েছে জামায়াত-শিবির।

সোমবার নিহত চবি শিবিরের শাহ আমানত হল শাখা সাধারন সম্পাদক মামুন হোসাইনের গায়েবানা জানাজা পূর্ব বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমির মওলানা এম শামসুল ইসলাম।

সোমবার দুপুরে নগরীর চকবাজারস্থ প্যারেড ময়দানে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর জামায়াত, চবি ও নগর শিবিরের নেতারাও বক্তব্য দেন।

জামায়াত-শিবির নেতাদের অভিযোগ, পুলিশ নিহত মামুনের লাশ দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের গায়েবানা জানাজা আদায় করতে হয়েছে।

মামুন হত্যার প্রতিবাদে তিন দিনের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, মঙ্গলবার দোয়া দিবস ও বুধবার বৃহত্তর চট্টগ্রামে দিনব্যাপী হরতাল।

সিলেটে ছাত্রলীগ নেতার ওপর হামলার জের ধরে রোববার দিনভর চবি’র শাহ আমানত হলে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে মামুন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। ছাত্র শিবিরের অভিযোগ, ছাত্রলীগ ক্যাডারেরা পুলিশের সামনে মামুনকে কুপিয়ে হত্যা করে।

গতকালের সংঘর্ষের পর থেকে চবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি। ক্যাম্পাসে পুলিশ, র্যা ব আর বিজিবি টহল দিচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here