ঢাকা: নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকা অবরোধে নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দেশব্যাপী সব থানা, উপজেলা, জেলা এবং মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮-দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার দুপুরে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ডাক দেন।

বিবৃতিতে মির্জা আলমগীর বিবৃতিতে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ১৮-দলীয় জোটের উদ্যোগে পাঁচ দফা অবরোধ পালিত হয়েছে। এ সময় পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতন করেছে।

তিনি বলেন, ‘দেশব্যাপী গণ-আন্দোলনকারী ১৮-দলীয় জোটের অনেক নেতা-কর্মী নিহত, আহত ও গ্রেফতার হয়েছেন। এর প্রতিবাদে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ১৮-দলীয় জোটের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here