ঢাকা: বাংলাদেশে সফররত ব্রিটিশ সরকারের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ারসির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে কমিশন সচিবালয়ে পৌনে ১ ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর সোয়া ১টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ২টার দিকে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকরা ওয়ারসির কাছে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি কিছুই বলেননি। কেবল ‘নো কমেন্ট’ বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

সিইসির সঙ্গে ওয়ারসির কোন বিষয়ে বৈঠক হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গেই তিনি সিইসির সঙ্গে কথা বলেছেন। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন তারা।

বাংলাদেশে এটি ওয়ারসির দ্বিতীয় সফর। এ বছরের এপ্রিলে তিনি প্রথমবার বাংলাদেশে আসেন। এবারের সফরে তিনি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here