ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে এরশাদের সরে দাঁড়ানোর ঘোষণা স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার রাতে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

সালাউদ্দিন আহমেদ বলেন, এরশাদের এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এখন সরকারের প্রতি আমাদের আহ্বান নির্বাচনের সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করবেন।

বর্তমান সরকারে আওয়ামী লীগের বাইরে যে সমস্ত দল রয়েছে তাদেরকেও সরকার থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ জানান সব দল নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না।

এরশাদ বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একক নির্বাচন করবো, সব দলের অংশগ্রহণ না হলে নির্বাচন করবো না এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলেই নির্বাচন করবো। গতকাল যেহেতু মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল এবং সব দল তাতে অংশ নেয়নি। কাজেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। তাই জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here