কেশবপুর-ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী বাদুড়িয়া গ্রামে ইসলামী ওয়াজ মাহফিলে দু’হুজরের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। আহতদেরকে কেশবপুর ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, কেশবপুর-ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী বাদুড়িয়া গ্রামের শেখ পাড়ায় শুক্রবার রাতে একটি ওয়াজ মাহফিল চলছিল।

ওয়াজ মাহফিলে কেশবপুর উপজেলার হিজলডাঙা গ্রামের আব্দুল হালিম হুজুর বক্তৃতা শুরু করলে বাদুড়িয়া গ্রামের সবুর হুজুরের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়।

এ সংঘর্ষে ওয়াজ মাহফিল শুনতে যাওয়া কেশবপুর উপজেলার হিজলডাঙা, বাউশলা, বসুন্তিয়া, মঙ্গলকোট, রামকৃষ্ণপুর, কেদারপুর, ডুমুরিয়া উপজেলার ৬ গ্রামের প্রায় শতাধিক মুসল্লি আহত হয় । আহতদের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বাউশলা গ্রামের বাবলু (২৫), মোমিন (৪০), রেজাউল (৩৫), হায়দার (২২), দীন মোহাম্মদ (২২), ইসমাঈল (২৩), আবুল কাশেম (৩৫), আব্দুল আহাদ (২৪), আহাদ (২৫) প্রমুখ।

আহত আব্দুল মোমিন জানান, ওয়াজ মাহফিলে বাদুড়িয়া গ্রামের সবুর হুজুরকে বাদ রেখে হালিম হুজুরকে প্রধান অতিথি করায় সবুর হুজুরের কওয়ামী মাদ্রাসার ছাত্ররা ক্ষিপ্ত হয়ে মাহফিলে হামলা চালায়।

এ ব্যাপারে সবুর হুজুর জানান, ছেলেদের ভিতরে সামান্য কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় কেশবপুর ও ডুমুরিয়া থানা পুলিশ রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে । এ সময় ডুমুরিয়া ও কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

এ ঘটনায় দু’উপজেলার সীমান্তবর্তী গ্রাম গুলোতে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করায় পূর্নরায় সংঘর্ষের আশংকা রয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন।

এ ব্যপারে কেশবপুর থানার ইনচার্জ মীর রেজাউল হোসেন জানান, এ ঘটনায় চুকনগর পুলিশ ফাঁড়িতে উভয় দু’হুজুরের সমর্থকদের মধ্যে একটি বৈঠক হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদ আবেদীন বাবু/কেশবপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here