এম আর কামাল।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

বুধবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আমাদের র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। শুধু ভোটকেন্দ্রে নয় কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। এছাড়া সাতজন মেয়র প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আর পর্দা ঘেরা বুথে শুধু ভোটাররাই যাবে, অন্য কোনো লোক থাকতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনের ব্যাপারে সবদিক থেকে স্বচ্ছ রয়েছি। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের অভিযোগ পাইনি। প্রার্থীদের কোনো অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ সময় নির্বাচন কমিশনার জাবেদ আলী সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here