বিজয় দিবসে ‘বিশ্বরঙ’-এর আয়োজনঢাকা :: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, শীতের ভোরে সেদিন আকাশে হেসেছিল নতুন সূর্য। পৃথিবীর বুকে জেগে উঠেছিল একটি মানচিত্র ও বাংলাদেশ নামে একটি নতুন দেশ। আর এই আনন্দ এই দিনটিতে প্রতিবছর আমরা বাঙ্গালী জাতি স্মরণ করি গভীর আত্মত্যাগ ও মূল্যবোধের সাথে।

ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ -এর ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে। তাই ‘বিশ্বরঙ’ দায়িত্বের পাশাপাশি মূল্যবোধ থেকেই বিজয় দিবসের বিশেষ আয়োজন করে  থাকে । দেশীয় রং, দেশীয় কাপড় ‘বিশ্বরঙ’ -এর আয়োজনের মূল উপাদান। লাল-সবুজ আমাদের পতাকার রঙ, আমাদের বিজয় এর প্রতীক। বিজয়ের এই ডিসেম্বর মাস জুড়ে তাই মূলত লাল সবুজকে নিয়েই ‘বিশ্বরঙ’ -এর যত আয়োজন।

শীতের আগমনে ‘বিশ্বরঙ’ বিজয় দিবসে এনেছে ভিন্নতা। পোশাকগুলোতে অনেকক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। ‘বিশ্বরঙ’ -এর শাড়ী, থ্রিপিস, পাঞ্জাবী, ছেলে-মেয়েদের কুর্তা, টি-শার্ট, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে ১৬ ডিসেম্বও, বাংলাদেশ সম্বলিত নানান লেখা। লাল-সবুজ রং এর মাধ্যমে দেশীয় ভাবনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুসঙ্গ হিসাবে। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

‘বিশ্বরঙ’ -এর  এ লাল-সবুজ আয়োজনে শুধু বিজয়ের মাসেই নয় বরং সারা বছরই হতে পারে ফ্যাশন সচেতনের ফ্যাশন ভাবনা, দেশপ্রেমী মনের পরিচয়। এসকল সামগ্রী পাওয়া যাবে ‘বিশ্বরঙ’ এর সকল শোরুমে ।

ঘরে বসেই কিনুন।হোম ডেলেভারী সার্ভিস, ফোন করুন ০১৮১৯২৫৭৭৬৮। আরও ভিজিট করুন- www.bishworang.com

“বিশ্বরঙ” এর সকল বিক্রয়কেন্দ্র গুলোর ঠিকানা:-

১)  রেবা প্লাজা প্লট নং- সি -১৩, রোড নং ১, ব্লক-ক ও খ সেকশন ৬, ২য় ও ৩য় তলা, মিরপুর, ঢাকা-১২১৬,। ফোন: ০১৭৩০০৬৮০২৪

২)  কান্দির পাড়, নজরুল ইসলাম এভিনিউ, ট্রমা হাসপাতালের পাশে। ফোন: ০১৭৮৭১১২২৯৯

৩)  ৪১, র‌্যাংকিন স্ট্রীট ওয়ারী । ফোন- ০১৭৩০০৬৮০২৩।

৪)  আজহার মার্কেট (২য় তলা), জয়দেবপুর গাজীপুর । ফোন- ০১৯১৮৬৮৮৭৪৫।

৫)  শহিদ্দুলাহ টাওয়ার,রানীবাজার,রাজশাহী ।  ফোন- ০১৭৭০৫০৭৪৭৮।

৬)  জিবি-০২৭,নিচ তলা , ব্লক-বি, যমুনা ফিউচার র্পাক, বারিধারা। ফোন- ০১৭৩০০৬৮০৪৮।

৭)  মুক্তার গার্মেন্টস, পশ্চিম লামাপাড়া, লিংক রোড, নারায়ণগঞ্জ । ফোন- ০১৭৩০০৬৮০১০।

৮)  ইয়াকুব আলী মাস্টার টাওয়ার , মাওনা চৌরাস্তা, গাজীপুর। ফোন- ০১৭১৬২৮৩০৫১।

৯)  লন্ডন ম্যানশন,ট্রাফিক পয়েন্ট, মোক্তারপাড়া, সুনামগঞ্জ।  ফোন- ০১৭৯৭৪১৬৪৪২।

১০)  আজগর স্কয়ার (২য় তলা), পূর্ব জিন্দাবাজার, বারুদ খানা পয়েন্ট, সিলেট। ফোন-০৮২১-৭২২৩৭১, ০১৭৩০০৬৮০১৮।

১১)  বাড়ী নং-৯৬, লেক ড্রাইভ রোড, সেক্টর-৭,উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। ফোন-০১৭৩০০৬৮০৪০

১২)  বাসা-২৬, রোড-১১, বনানী, ঢাকা।  ফোন-৮৮২১৮৭১, ০১৭৩০০৬৮০১৬।

১৩)  শ্রদ্ধা ঃ অরচার্ড পয়েন্ট (৩য় তলা), রোড-০৭, ধানমন্ডি, ঢাকা। ফোন-৯৬৭৪৮৫৯,০১৭৩০০৬৮০৭৩।

১৪)  বেইলী ফিয়েস্তা (৩য় তলা), বেইলী রোড, ঢাকা। ফোন-৯৩৫৩৭২৪, ০১৭৩০০৬৮০৯৮।

১৫)  সানরাইজ প্লাজা (৩য় তলা), ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা। ফোন- ৮১৫৬২৪২, ০১৭৩০০৬৮০১২।

১৬)  সান্তনা মার্কেট (২য়-৩য় তলা), চাষাড়া, নারায়ণগঞ্জ।  ফোন-৭৬৪৪৪৩৩, ০১৭৩০০৬৮০১১।

 

-প্রেস বিজ্ঞপ্তি

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here