_92053616আফ্রিকান দেশ ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অারও অন্তত ৬০০ যাত্রী। খবর বিবিসির।

শুক্রবার বাংলাদেশ সময় গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবহনের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।

ট্রেনটি ক্যামেরুনের দু’টি বড় শহরের মধ্যে যাতায়াত করতো। দেশটির পরিবহনমন্ত্রী এ্যাডজার অ্যালেইন মিবি ন্যাগো বলেন, শুক্রবার রাজধানীর ইয়াউন্ডি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে কেন্দ্রীয় শহর এসিকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনটিতে স্বাভাবিক যাত্রীর ধারণ ক্ষমতা ৬০০ যাত্রী। সেখানে ১ হাজার ৩০০ জন যাত্রীবহন করে যাচ্ছিলো।

এদিকে, বিদেশে অবস্থানরত দেশটির প্রেসিডেন্ট পল বিয়া তার অভিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের পূর্ণ সহায়তা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here