99mbঢাকা: আগামী ৮ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। রবিবার ধার্য তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেয়।তদন্ত প্রতিবেদন দাখিলে এ পর্যন্ত কয়েক দফা দিন ধার্যের আদেশ দেয় আদালত।

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। গণমাধ্যমে সক্রিয় এ দম্পতিকে হত্যার বর্বরোচিত এ ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে এ মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তাস্তর করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here