জাতীয়-কবিতা-উৎসব-2স্টাফ রিপোর্টারঃ  “দেশহারা মানুষের সংগ্রামে কবিতা” শ্লোগানের মধ্য দিয়ে মাস ব্যাপী দেশে এবং দেশের বাইরের কবিদের রেজিষ্ট্রেশনের সাথে সাথে ৩২ তম জাতীয় কবিতা উৎসব ২০১৮ শুরু হবে। ১-২ ফেব্রুয়ারি উৎসবকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১.৩০মিনিটে টি এস সিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সন্মেলনে কবি ডঃ মুহম্মদ সামাদ এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উৎসবের আহবায়ক কবি রবিউল হোসাইন, কবি হাবিবুল্লাহ্ সিরাজী, কবি আসলাম সানি, কবি আমিরুল ইসলাম, কবি আমিনুর রহমান সুলতান, কবি আসাদ মান্নান।

আরও উপস্থিত ছিলেন কবি শাহাদত নিপু, কবি ফয়জুল আলম পাপ্পু, কবি আনজির লিটন, কবি নাহার ফরিদ খান, কবি হানিফ খান, কবি বদরুল হায়দার, কবি এম আর মঞ্জু, কবি ফণিন্দ্রনাথ রায়, কবি টিমুনি খান রিনো, কবি ফারুক প্রধান, কবি ইউসুফ রেজা, কবি গিয়াস উদ্দিন চাষা, কবি ইমরান পরশ, কবি শিখা সরকার, কবি হাসনাইন সাঈদী, বাপ্পি সাহা এবং কলকাতার কবি শাকিল আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here