মিলন কর্মকার রাজু, কলাপাড়া প্রতিনিধি: দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার উন্নয়ন কর্মকান্ড শুরু হচ্ছে। “পায়রা সমুদ্র বন্দর” নির্মাণ কাজের উন্নয়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপৰ ৫০ কোটি দেবে।

এ লক্ষে গত বৃহস্পতিবার সচিবালয়ের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপৰ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সুত্রমতে, পায়রা বন্দরের আর্থিক, কারিগরি ও অন্যান্য সুবিধার কথা এ সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেম্বার (ইঞ্জিনিয়ারিং) ক্যাপ্টেন জুলফিকার আজিজ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের মেম্বার (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মো. সাইদুর রহমান নিজ নিজ সংস্থার পক্ষে স্মারকে সই করেন।

অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী আলহাজ শাজাহান খান, মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুর্বল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্রমতে এ সমঝোতা অনুসারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পায়রা বন্দর নির্মাণে বিনাসুদে পায়রা বন্দর কর্তৃপক্ষকে ৪৯ কেটি ৬২ লাখ টাকা দিচ্ছে।

২০২০ সাল থেকে ২০ টি কিস্তিতে এ ঋণ পায়রা বন্দর কর্তৃপক্ষের শোধ করার কথা চুক্তিতে উল্লেখ রয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে নৌ-মন্ত্রী জানান, পায়রা বন্দরে বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের ফলে দেশে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব শুরু হবে।

এদিকে পায়রা বন্দর উন্নয়নে চুক্তি সাক্ষর হওয়ায় কলাপাড়ার সর্বস্তরের মানুষ উচ্ছসিত। এ বন্দরের উন্নয়ন শুরু হলে পাল্টে যাবে দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্য। শতশত বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পাবে। এছাড়া পায়রা বন্দরকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন শিল্প কল-কারখানার মালিকরা কলাপাড়ায় পোর্ট এলাকা পরিদর্শন করে এখানে তাদের কারখানা নির্মানের পরিকল্পনা করছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলের প্রবেশদ্বার টিয়াখালীতে পায়রা তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৩ সালের ৫ আগস্ট মন্ত্রিপরিষদের বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষ অর্ডিন্যান্স-২০১৩ অনুমোদিত হয়।

একই বছরের ৫ নভেম্বর পায়রা বন্দর অর্ডিন্যান্স-২০১৩ সংসদে পাস হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here