antacidইউনাইটেড নিউজ ডেস্ক :: এন্টাসিড আমরা প্রায়ই ব্যবহার করি বুকজ্বলা প্রতিরোধের জন্য। আসুন আমরা জেনে নেই এন্টাসিড গ্রহণ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য।

>ট্যাবলেটের চাইতে এন্টাসিড লিকুইড বেশী কার্যকরী।
> খাবার খাওয়ার ১ ঘন্টার মধ্যে এন্টাসিড গ্রহণ করবেন না। এটি পাকস্থলীর এসিড কে প্রশমিত করে খাবার হজমে বাধা দিবে।
> এন্টাসিড খেয়ে অতিরিক্ত পানি পান করবেন না।
> একেক ব্রান্ডের এন্টাসিড এ একেক ধরণের উপাদান থাকে। ম্যাগনেসিয়াম যুক্ত ব্রাণ্ডে অনেকের ডায়রিয়া হতে পারে আবার ক্যালসিয়াম ও এলুমুনিয়াম যুক্ত ব্রান্ডে কোষ্ট্যকাঠিন্য হতে পারে। নির্দিষ্ট কোন ব্রান্ডের এন্টাসিডে সমস্যা হলে অন্য ব্রান্ড ব্যবহার করুন।
> গর্ভবতী নারীরা প্রায়ই বুকজ্বলার সমস্যায় ভুগেন। এই ক্ষেত্রে নিয়মিত সোডিয়াম যুক্ত এন্টাসিড ধরণের ওষুধ না করাই ভালো। এতে গায়ে পানি আসার সম্ভাবনা থাকে।
> এন্টাসিড এর সঙ্গে অন্য ওষুধ গ্রহণ করলে ওষুধের কার্যকারীতা নষ্ট হয়ে যায়। তাই এন্টাসিড গ্রহণের ১ ঘন্টা আগে অথবা চার ঘন্টা পরে অন্য ওষুধ গ্রহণ করুন।
> আপনার যদি কিডনীর রোগ, হার্টের রোগ অথবা উচ্চরক্তচাপ থাকে তবে নিয়মিত এন্টাসিড গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নিন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here