ফেসবুক বন্ধ করা হবেস্টাফ রিপোর্টার :: পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রয়োজনে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রণালয়ে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৫ সুষ্ঠু নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পাদনের লক্ষ্যে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।

কোচিং সেন্টারের বিষয়ে তিনি বলেন, কোচিং সেন্টারের কোনো অনুমোদন নেই, এরা বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ থেকে কোচিং সেন্টারের ওপর কঠোর নজরদারি শুরু হবে। কারণ এসব কোচিং সেন্টার সাজেশনের নামে বিভ্রান্তি তৈরি করে। এলক্ষ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও অর্থ) আহ্বায়ক করে ২৫ সদস্যের কমিটি গঠন করেছি।

মন্ত্রী আরো বলেন, আগামী বছরের (২০১৫) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

এসময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খানও বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here