দেশে অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিলেও সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহবান জানান।

দেশের চলমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় গিয়ে ক্ষমতা ভোগ ছাড়া দেশকে আর কিছু দিতে যারা পারেনি, তারাই বোমাবাজি ও মানুষ হত্যার মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘গত রোববার কি তাণ্ডব-ই না তারা চালিয়েছে। কথা নেই-বার্তা নেই; সাত সকালে বোমাবাজি শুরু করে দিল। একজন মানুষকে বাসের মধ্যে পুড়িয়ে মারা হলো। বোমা মেরে মানুষকে হত্যা করে সারা দেশে একটা তাণ্ডব সৃষ্টি- কিসের জন্য? এটা করার কি যুক্তি আছে?’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ব্যবসা করে না, ব্যবসা করতে ক্ষমতায় আসেনি। ক্ষমতায় এসে সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করছে। ব্যবসায়ীরা ব্যবসা করবেন। আর সরকার তাদের সব রকম সহায়তা দেবে।’

ব্যবসায়ের মাধ্যমে যাতে বহির্বিশ্বে দেশের সুনাম বাড়ে ও বৈদেশিক বাজার সম্প্রসারিত- সেদিকে লক্ষ্য রাখার জন্য আহবান জানান তিনি। বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান বজায় রাখতে হবে।

এছাড়া দীর্ষ মেয়াদী এসএমই নীতিমালা, কম সুদে ব্যাংক ঋণ প্রদান, শিল্প পার্ক ও অবকাঠামো গঠন, পুরনো ঢাকার ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠাগুলোকে পরিকল্পিত শিল্পপার্কে স্থানান্তর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় এসএমই শিল্প পার্ক স্থাপনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মেলার উদ্যোক্তারা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here